নিজস্ব প্রতিবেদক :
করোনার প্রভাব ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিত ও বাজার মনিটরিং করার সময় নিত্যপণ্যের মূল্য তালিকা না থাকায় জরিমানা করেছে জেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরীর কোতোয়ালি, ডবলমুরিং, সদরঘাট ও বাকলিয়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৬টি দোকান থেকে ৭ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: উমর ফারুক সুপ্রভাতকে বলেন, সামাজিক দূরত্ব নিশ্চিত ও বাজার মনিটরিং করার সময় নগরীর ডবলমুরিং এলাকার একটি দোকান থেকে মেয়াদোত্তীর্ণ সেমাই জব্দ করা হয়। এসময় ওই দোকানিকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি আরো ৫ দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা দেখাতে না পারায় ৬টি মামলায় ৭ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এদিকে নগরীর খুলশি, বায়েজিদ, চান্দগাও ও চকবাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিয়ান পরিচালনা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন। তবে অভিযানে কোন জরিমানা আদায় করা হয়নি।
Uncategorized