সুপ্রভাত ক্রীড়া ডেস্ক
মেসি, নেইমার, এমবাপে- তিন মহাতারকার উপস্থিতিতেও হোঁচট খেতে হলো প্যারিস সেন্ট জার্মেইকে। ১১ নম্বরে থাকা দল স্টেডে ডি রেইমসের সঙ্গে ১-১ গোলে ড্র করতে বাধ্য হলো পিএসজি। ফ্রেঞ্চ লিগ কাপে আগের ম্যাচে একাই ৫ গোল করেছিলেন এমবাপে। পিএসজি জিতেছিলো ৭-০ গোলের ব্যবধানে। এমবাপেকে নিয়ে তাই সমর্থকদের আশা ছিল, রেইমসের বিরুদ্ধে হোক কিংবা আর দু’এক ম্যাচের মধ্যেই রেকর্ডটা গড়ে ফেলবেন ফরাসি এই তারকা। ক্লাবের জার্সিতে এখনও পর্যন্ত ১৯৬ গোল করেছেন তিনি। আর ৪ গোল করতে পারলে সর্বোচ্চ গোলদাতা এডিনসন কাভানিকে ছুঁয়ে ফেলবেন তিনি। কিন্তু রোববার রাতে রেইমসের বিপক্ষে চার গোল তো দুরে থাক, একটি গোলও করতে পারেনি এমবাপে। মেসিও গোল পাননি। একটি গোল পেয়েছেন নেইমার। গোলের পরই অবশ্য ১০ জনের দলে পরিণত হয় পিএসজি। ৫৯তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ থেকে বের হতে বাধ্য হন মার্কো ভেরাত্তি। কিন্তু তার এই গোলের লিড ধরে রাখতে পারেনি পিএসজি। ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে, ইনজুরি সময়ের ৬ মিনিট পার হওয়ার পর আচমকা পিএসজির জালে বল জড়িয়ে দেয় রেইমস। এর ফলেই ১-১ গোলে ড্র নিয়ে শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হলো ফরাসি জায়ান্টদের।