সুপ্রভাত ক্রীড়া ডেস্ক
শারিরীকভাবে অসুস্থ থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন পেলে। এমনকি কাতারে বিশ্বকাপ চলাকালেও ব্রাজিলকে দিয়ে গেছেন সমর্থন। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নেইমারদের শেষ ষোলোর ম্যাচ দেখেছেন হাসপাতালের টিভিতে।
ব্রাজিলের দারুণ জয়ের পর উচ্ছ্বাস নিয়ে সেই কথা ইনস্টাগ্রামে জানান সদ্য প্রয়াত এই কিংবদন্তি। এমনিকি চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পরও মেসিকে প্রশংসায় ভাসিয়ে একটি পোস্ট দেন পেলে। সেটিই ছিল তার জীবনের শেষ পোস্ট। খবর জাগোনিউজ’র
গত ১৮ ডিসেম্বর আর্জেন্টিনার ট্রফি নিয়ে উচ্ছ্বাসের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে পেলে লেখেন, ‘বরাবরের মতো আজও চিত্তাকর্ষক উপায়ে ফুটবল তার গল্প বলে চলেছে। মেসির প্রথম বিশ্বকাপ জয়, এটা তার পথচলায় প্রাপ্য।’
তিনি আরো লিখেন, ‘আমার প্রিয় বন্ধু, এমবাপ্পে, ফাইনালে চার গোল করেছে। আমাদের খেলার ভবিষ্যতের জন্য দর্শনীয় এই পারফরম্যান্স দেখা কী দারুণ এক উপহারই না ছিল। দুর্দান্ত একটি বিশ্বকাপের জন্য মরক্কোকে অভিনন্দন না জানিয়ে থাকতে পারি না।’
শেষে প্রিয় বন্ধু দিয়েগো ম্যারাডোনাকে স্মরণ করে তিনি লিখেন, ‘অভিনন্দন আর্জেন্টিনা! দিয়েগো (ম্যারাডোনা) নিশ্চয় এখন হাসছে।’
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পোস্ট দেওয়ার পর পেলে আর কিছু লেখেননি। কোলন ক্যানসারের আরও অবনতি হতে থাকে তার। বড়দিনও উদযাপন করেন হাসপাতালে। মৃত্যুশয্যায় ছেলে-মেয়েরাও ছিলেন পাশে। অতঃপর আজ আসে সেই দুঃসংবাদ, পেলে আর নেই।