সুপ্রভাত ডেস্ক
অস্ট্রেলিয়ার মেলবোর্নে গত ৮ নভেম্বর বাঙালিয়ানার রঙে প্রাণবন্ত ‘বসন্তের চুইঝাল’ উৎসবে বাংলাদেশি কমিউনিটি এক ছাদের নিচে একত্রিত হয়েছিল।
মেলবোর্নের প্রাণবন্ত শিক্ষার্থী নেতৃত্বাধীন সংগঠন বাংলাদেশি সিন্ডিকেট বর্ণাঢ্য এ সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছিল ।
উৎসবে ১,৭০০-এরও বেশি প্রবাসী ও অতিথি অংশগ্রহণ করেন।
এই মহোৎসবের সফল আয়োজনে নেতৃত্ব দেন বাংলাদেশি সিন্ডিকেটের নিবেদিতপ্রাণ সদস্য — ইরফান, মুসা, কাইফ , রাফি,তানসুয়া, মুশফিকা , আবরার, প্রতিক, জুবায়ের , সানি, আলিফ, তাইফ, খান , ফারিন , নিয়াজ , মাআজ, কুশলব, রাতুল, শেহরিন, ঝিলম, শুভ, হাসান ও শাফাত।
তাঁদের নিরলস পরিশ্রম, সৃজনশীলতা এবং দলগত প্রচেষ্টায় এই অনুষ্ঠানটি প্রবাসে বাংলাদেশি সংস্কৃতির এক অনন্য উদযাপনে রূপ নেয়।
উৎসবের প্রধান আকর্ষণ ছিল—বাংলাদেশের খুলনা অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক, ‘চুইঝাল’ যা জীবন্ত করে তুলেছিল বাঙালির বসন্তের রঙ, গন্ধ, সুর ও স্বাদের এক নস্টালজিক আবহ।
অনুষ্ঠানে ছিল বর্ণিল স্টলসমূহ, যেখানে প্রদর্শিত হয়েছিল দেশীয় পণ্য, ঐতিহ্যবাহী খাবার ও হস্তশিল্প—যা প্রবাসের মাটিতেও উপস্থিতদের এনে দেয় নিজেদের শিকড়ের উষ্ণ অনুভূতি।
এছাড়াও ছিল নৃত্য ও সংগীত পরিবেশনা, যা তুলে ধরেছিল বাংলাদেশের চিরচেনা প্রাণ ও স্পন্দন।
দর্শকরা অংশ নেন বিনোদনমূলক নানা কার্যক্রমে, যেমন পিলো পাসিং ও মিউজিক্যাল চেয়ার, যেখানে বিজয়ীদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার।
পুরো অনুষ্ঠানটি ছিল অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণ প্রজন্মের ঐক্য, উদ্যম ও সংস্কৃতিচেতনার উজ্জ্বল প্রতীক, যা প্রমাণ করে—দেশ থেকে দূরে থেকেও তারা কীভাবে ভালোবাসা, ঐতিহ্য ও প্রজন্মের বন্ধনকে একসূত্রে বেঁধে রাখছে।






















































