নিজস্ব প্রতিনিধি, রাউজান »
সাত মাস বয়সী মেয়েকে দেখার জন্য দেশে আসার কথা ছিল ওমান প্রবাসী মো. হেলালের (৪০)। কিন্তু মেয়ের মুখ দেখার আগেই চলে গেলেন না ফেরার দেশে। শনিবার বাংলাদেশ সময় রাত ১১টায় সেখানকার একটি হাসপাতালে তিনি মারা যান। এর আগে শুক্রবার ওমানের মাস্কের্টে কাজ করার সময় উপরে কাঠের সিলিং তুলতে গিয়ে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন।
নিহত ওমান প্রবাসী হেলাল রাউজান সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের টিলাপাড়া এলাকার মো. আবদুল মালেকের ছেলে।
ওমানে অবস্থানরত তার প্রতিবেশী মো. হীরামন বলেন, শুক্রবার কাজ করার সময় মাথায় কাঠের সিলিং পড়ে আহত হন। সেখাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়। লাশ দেশে পাঠানোর পক্রিয়া চলছে উল্লেখ করে তিনি বলেন, দুতাবাসের কাগজপত্র ম্যানেজ হলে ১০ জানুয়ারি তার মরদেহ পাঠানো সম্ভব হবে।