চট্টগ্রামে আখতারুজ্জামান ফ্লাইওভারে সোমবার রাতে ওয়াসা-জিইসি অংশে ট্রাকের সঙ্গে ধাক্কায় নিহত হয়েছেন মোটর সাইকেল আরোহী দুই তরুণ-তরুণী। তারা সরকারি সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন। দ্রুত গতির মোটর সাইকেল ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
দেশে যত সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটছে তার মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনা অন্যতম। দুর্ঘটনাপতিত চালকদের মধ্যে তরুণের সংখ্যা বেশি। দুর্ঘটনার কারণ হিসেবে দ্রুতগতিতে বাইক চালানোকে চিহ্নিত করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন সংস্থা। বাংলাদেশে এমনিতেই সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার বেশি। এরমধ্যে মোটরসাইকেল দুর্ঘটনা বড় দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে।
একসঙ্গে কয়েকবছর ধরে যুক্ত হয়েছে উড়ালসড়কে দুর্ঘটনা। ঢাকা ও চট্টগ্রামে উড়ালসেতুতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং তাতে মৃত্যুর সংখ্যাও আশঙ্কাজনক হারে বাড়ছে। এর জন্য সিটি করপোরেশনসহ ট্রাফিক ব্যবস্থাপনাকে দায়ী করছেন অনেকে। এরমধ্যে এই দুর্ঘটনার পর বোধহয় হুঁশ হলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। মৃত্যুফাঁদে পরিণত হওয়া চট্টগ্রামের ফ্লাইওভারগুলোকে নিরাপদ করার যৌথ উদ্যোগ নিয়েছে নগর ট্রাফিক পুলিশ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এটি নিঃসন্দেহে একটি ভালো কাজ।
পত্রিকান্তরে জানা গেছে, সরেজমিন পরিদর্শন করে ফ্লাইওভারগুলোকে নিরাপদ করার একটি এ্যাকশন প্ল্যান তৈরি করা হয়েছে। ট্রাফিক (উত্তর) বিভাগের পক্ষ থেকে বিশেষ এই উদ্যোগ নেয়া হয়।
এরমধ্যে পুরো ফ্লাইওভারকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা, ফ্লাইওভারের বর্তমান স্পিড ব্রেকারের সংখ্যা কমিয়ে প্রযোজ্য ক্ষেত্রে কিছুটা সমান্তরাল করা, উল্টো পথে মোটরসাইকেল ও ছোট গাড়ির প্রবেশ ঠেকাতে বায়েজিদ রোডের সেনা কল্যাণ পেট্রোল পাম্পের দিক থেকে ফ্লাইওভারে ওঠার মুখের অংশে মিড ডিভাইডার স্থাপন, ফ্লাইওভারে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, স্পিড ব্রেকারগুলোতে ইলুমিনেটিং কালার ব্যবহার, জিইসি মোড়ে স্থাপিত মিড আইল্যান্ডটি আকৃতিতে ছোট করে গোল চত্বর আদল দেয়া অন্যতম ।
পুলিশের পক্ষ থেকে সেন্ট্রাল প্লাজার দেয়ালে স্থাপিত ইলেকট্রনিক বিলবোর্ডগুলো দ্রুত সরিয়ে নেওয়া জরুরি বলে মন্তব্য করে বলা হয়েছে, ফ্লাইওভার থেকে নামার পথে এসব বিলবোর্ডের আলোতে গাড়ির ড্রাইভারেরা দিকভ্রান্ত হয়ে পড়ে, যা জিইসি মোড়ের দুর্ঘটনার একটি বড় কারণ।
আমরা চাই এই সিদ্ধান্তগুলো খুব দ্রুত কার্যকর হোক। উড়ালসড়ক সর্বঅর্থে নিরাপদ হয়ে উঠুক। সে সঙ্গে মোটরসাইকেল আরোহীদের গতি নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থা নেওয়া হোক।
এ মুহূর্তের সংবাদ