সুপ্রভাত ডেস্ক :
করোনাভাইরাসে প্রতিবেশী দেশ ভারতে ক্রমেই ভয়াবহ পরিস্থিতি ধারণ করছে। গেল ২৪ ঘণ্টায় কভিড-১৯ এ আক্রান্ত হয়ে দেশটিতে আরো ৯৪৮ জন প্রাণ হারিয়েছেন। অবশ্য আগের চারদিনই মৃতের সংখ্যা ছিল হাজারের উপরে, সে হিসাবে গেল ২৪ ঘণ্টায় খানিকটা কমলেও বিশ্বব্যাপী মৃতের সংখ্যায় তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত। সবমিলিয়ে ভারতে এখন পর্যন্ত ৬৩ হাজার ৪৯৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
একই দিন আক্রান্ত শনাক্তেও নতুন রেকর্ড করেছে ভারত। একদিনে দেশটিতে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছে ৭৮ হাজার ৭৬১ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৫ লাখ ৪২ হাজার ৭৩৩।
আজ রোববার সকালে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তথ্যে বলা হয়েছে, দেশটিতে নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭ দশমিক ৪৭ শতাংশ, যা বাংলাদেশে প্রায় ২০ শতাংশের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় দেশে ১০ লাখ ৫৫ হাজার ২৭ জনের করোনা পরীক্ষা হয়েছে, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ।
মোট আক্রান্ত শনাক্তের হিসাবে এই মুহূর্তে বিশ্বতালিকায় শীর্ষে রয়েছে আমেরিকা। সেখানে এখনও পর্যন্ত ৫৯ লাখ ৬০ হাজার ৬৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ব্রাজিলে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৮ লাখ ৪৬ হাজার ১৫৩। তার পরেই রয়েছে ভারত। প্রকাশিত তথ্যে বলা হয়েছে, ভারতে এখন দৈনিক আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ছুঁইছুঁই। অন্যদিকে প্রথম দ্বিতীয় অবস্থানে থাকা আমেরিকা ও ব্রাজিলে যা ৫০ হাজারের নিচে। অবস্থাদৃষ্টে মনে করা হচ্ছে ভারত আক্রান্তের দিক থেকে শীর্ষ দুইয়ে উঠে আসতে খুব বেশি লাগবে না।
এদিকে মৃত্যুতেও এতদিন চার নম্বরে থাকলেও গত ২৪ ঘণ্টায় মেক্সিকোকে হটিয়ে তিনে উঠে এসেছে ভারত। এই তালিকাতেও শীর্ষে রয়েছে আমেরিকা। করোনার প্রকোপে দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৮২ হাজার ৭৬০ জন প্রাণ হারিয়েছেন। দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে মৃত্যু হয়েছে ১ লাখ ২০ হাজার ২৬২ জন করোনা রোগীর। চতুর্থ স্থানে থাকা মেক্সিকোতে মোট মৃত্যুসংখ্যা ৬৩ হাজার ৮১৯।
তবে আক্রান্তের সংখ্যা বাড়লেও, সুস্থতার হার খানিকটা হলেও স্বস্তি দিচ্ছে ভারতকে। গত ২৪ ঘণ্টায় দেশে ৬৪ হাজার ৯৩৫ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। সব মিলিয়ে এখনও পর্যন্ত ২৭ লাখ ১৩ হাজার ৯৩৩ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। অর্থাৎ দেশটির ৭৬ শতাংশই সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ দেশটিতে আজ রোববার সকাল পর্যন্ত দেশে মোট সক্রিয় করোনার রোগীর সংখ্যা ৭ লাখ ৬৫ হাজার ৩০২।