নিজস্ব প্রতিবেদক :
মূল্য তালিকা প্রর্দশণ না করায় চট্টগ্রামে একটি দোকানকে জরিমানা ও মামলা দায়ের করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
শনিবার (২৭ জুন) সকাল সাড়ে দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত নগরের পতেঙ্গা, ইপিজেড, বন্দর, পাহাড়তলী ও আকবরশাহ এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। জেলা প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান অভিযানের নেতৃত্ব দেন।
তিনি সুপ্রভাতকে বলেন, জেলা প্রশাসনের নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে বেশ কয়েকটি এলাকায় অভিযানের সময় মূল্য তালিকা না থাকায় আলী আকবর স্টোরকে ২০০০ টাকা জরিমানা ও মামলা করা হয়েছে।
এছাড়াও নগরের পাঁচটি থানার বিভিন্ন জায়গায় করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক ব্যবহারে জনগণকে সচেতন করা হয়। একইসাথে প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হতে বলা হয়েছে।
ৃ
মহানগর