মুশতারী শফীর প্রথম প্রয়াণ দিবস আজ

নিজস্ব প্রতিবেদক »

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, মুক্তিযোদ্ধা, ঘাতক দালাল নির্মূল আন্দোলনের অন্যতম সংগঠক ও লেখক মুশতারী শফীর প্রথম প্রয়াণ দিবস আজ। এ উপলক্ষে এনায়েতবাজারস্থ তাঁর বাসভবনে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেছেন তাঁর সতীর্থ ও শুভানুধ্যায়ীরা।

বিষয়টি নিশ্চিত করেন প্রয়াতের সন্তান মেরাজ তাহসীন শফী। তিনি জানান, মঙ্গলবার সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বেগম মুশতারী শফীর প্রথম প্রয়াণ দিবস পালন করার কথা রয়েছে। সকাল ১১টায় তাঁর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করে অনুষ্ঠান শুরু হবে। দুপুর ৩টার দিকে পবিত্র কোরান পাঠ ও মিলাদ মাহফিল। সবশেষে তাঁর স্মৃতিচারণসহ তার পাঠ, প্রিয় গান ও কবিতা আবৃত্তি পরিবেশিত হবে। অনুষ্ঠানে তাঁর শুভানুধ্যায়ীদের আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।