স্মরণসভায় এম এ সালাম
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, ‘এম মুজিবুল হক ছিলেন প্রগতিশীল সৎ, আদর্শবান ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ। ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে আসীন থেকেও রাজনৈতিক অসততা, লোভ-লালসা কখনো তাকে স্পর্শ করতে পারেনি। তিনি ছিলেন প্রকৃত অর্থে বঙ্গবন্ধুর আদর্শের নিবেদিত প্রাণ কর্মী’।
তাঁর দেখানো পথে সবাইকে রাজনৈতিক জীবন গড়ে তোলার আহ্বান জানান তিনি। সোমবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম মুজিবুল হক চৌধুরীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরীর সঞ্চালনায় ও ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রহমানের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক মাঈন উদ্দিন, এ.টি.এম. পেয়ারুল ইসলাম, ইঞ্জিনিয়ার মো. হারুন, উত্তর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু তালেব চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য শওকতুল আলম শওকত, ইসমাইল হোসেন, বেদারুল আলম চৌধুরী বেদার, মন্জুর মোরশেদ ফিরোজ। মজিবুল হক চৌধুরীর জীবনী পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক বোরহান আহমেদ। প্রয়াতের পরিবারের পক্ষ হতে বক্তব্য রাখেন মো. এনামুল হক ও মো. রিদওয়ানুল হক। স্মরণসভা উপলক্ষে প্রয়াত মুজিবুল হকের জীবনী ও বর্ণাঢ্য রাজনীতির নানা দিক নিয়ে গ্রন্থ প্রকাশ করেন সিরাজ আনোয়ারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ সাজেদুল হক।
এতে উপস্থিত ছিলেন চেয়ারম্যান অহিদুল আলম, চেয়ারম্যান হারুন অর রশিদ ইমন, ফারুকুল আযম, হাজি আবুল কাশেম, শফিউল আজম, মো. গিয়াস উদ্দিন, মো রাসেল, উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রায়হান রুপু প্রমুখ। বিজ্ঞপ্তি