সুপ্রভাত ডেস্ক :
‘মনপুরা’, ‘স্বপ্নজাল’ ছবির পর আবারও নতুন ছবি নিয়ে হাজির হতে চলেছেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম। এবার তিনি নির্মাণ করছেন ‘পাপ-পুণ্য’। তিনি চমক দেখিয়েছেন এই ছবির শিল্পী বাছাইয়ে। যে কারণে খুব সহজেই ছবিটি সবার নজর কেড়েছে।
এরই মধ্যে সিনেমাটির নির্মাণ কাজ শেষ করেছেন। সম্প্রতি সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেয়া হয়। সেন্সর বোর্ড সদস্যরা সিনেমাটি দেখে বিনা কর্তনে ছাড়পত্র দিয়েছেন বলে জানান এর নির্মাতা।
গিয়াসউদ্দিন সেলিম বলেন, ‘পাপ-পুণ্য’ সিনেমার শুটিং শেষ করেছি অনেক আগেই। কিছুদিন আগে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দিই। ১৭ জানুয়ারি ছাড়পত্র হাতে পেয়েছি। বিনা কর্তনে ছাড়পত্র পেয়ে বেশ ভালো লাগছে। ভালো দিনক্ষণ দেখে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেব।
‘পাপ-পুণ্য’ সিনেমায় চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, সিয়াম আহমেদ, শাহনাজ সুমি, ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, গাউসুল আলম শাওন, ফারজানা চুমকি, মনির খান শিমুলসহ অনেকে অভিনয় করেছেন। খবর : ডেইলিবাংলাদেশ’র।
বিনোদন