নিজস্ব প্রতিবেদক »
মিয়ানমারের ভূমিকম্পে কাঁপলো চট্টগ্রাম। আজ বিকাল ৪টা ১২ মিনিটে মিয়ানমারের ফালাম শহরের ৫ দশমিক ৪ রিকটার স্কেলের ভূমিকম্প হয়। ভূ-পৃষ্ঠ থেকে ৫৬ দশমিক ৮ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়া ভূ-কম্পনটিতে চট্টগ্রাম ও আশপাশের এলাকায়ও কম্পন অনুভূত হয়।
ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ইউএসজিএস থেকে প্রাপ্ত তথ্যানুসারে জানা যায়, এই এলাকায় প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। গত ১৪ জানুয়ারিও এখানে ৪ দশমিক ৮ রিকটার স্কেলের ভূমিকম্প হয়েছিল।
এদিকে ৫ দশমিক ৪ রিকটার স্কেলের এই ভূমিকম্পে চট্টগ্রামের প্রায় সকলেই কম্পন বুঝতে পারে। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত কয়েক মাস ধরে প্রায়ই এধরনের ভূমিকম্প হচ্ছে।