নিজস্ব প্রতিনিধি, মিরসরাই :
মিরসরাইয়ে ঘরে ঢুকে শিশুকে মেরে ফেলার হুমকি দিয়ে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও অন্যান্য মালামাল নিয়ে গেছে ডাকাতদল। ২০ নভেম্বর রাত ৩টায় উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া চৌমুহানী মার্কেট এলাকার এরশাদুল্লার ঘরে ডাকাতির এ ঘটনা ঘটে। ডাকাতির খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার লাভীব আব্দুল্লাহ ও ওসি মজিবুর রহমান।
পুলিশ ও মঘাদিয়া ইউনিয়ন পরিষদের মিয়া পাড়ার ৬ নম্বর ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলম জানান, মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া চৌমুহনী মার্কেট এলাকার এরশাদুল্লাহ একজন চাকরিজীবী। ওইদিন রাত তিনটায় ৫-৭ জনের ডাকাতদল শাবল দিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে তার শিশুকে জিম্মি করে ফেলে। এ সময় তার স্ত্রীকে চিৎকার করলে কোলের শিশুকে মেরে ফেলার হুমকি দিয়ে ১২ ভরি স্বর্ণালঙ্কার, ৫ হাজার টাকা, একটি ল্যাপটপ, ২টি মুঠোফোন, ২টি ঝাঁকি জাল ও ৩টি টর্চলাইট নিয়ে যায়।
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, খবর পেয়ে পরদিন সকালে ডাকাতি হওয়া বাড়ি পরিদর্শন করেছি আমরা। ডাকাতির ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এ মুহূর্তের সংবাদ