মিরসরাইয়ে ৪টি চরঘেরা জাল ধ্বংস

মিরসরাই প্রতিনিধি »

চট্টগ্রামের মিরসরাইয়ে ৪টি চরঘেরা জাল ধ্বংস করেছে মৎস্য কর্মকর্তা। জালগুলোর আনুমানিক মূল্য ৪ লাখ টাকা। বুধবার দুপুরে ডোমখালী ঘাট সংলগ্ন সন্দীপ চ্যানেলে জালগুলো উদ্ধারের পর পুড়িয়ে ধ্বংস করা হয়।

এবিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ বলেন, সামুদ্রিক মৎস্য আহরণে ৬৫ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত মিরসরাইয়ের ডোমখালী ঘাট সংলগ্ন সন্দ্বীপ চ্যানেল হতে মৎস্য বিভাগের অভিযানে ৬ হাজার মিটারের ৪ টি চরঘেরা জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মূল্য চার লাখ টাকা। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে। এসময় বাংলাদেশ কোস্টগার্ড মিরসরাই স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. আবু সাঈদসহ মৎস্য কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

এখানে উল্লেখ্য,  বাংলাদেশ সরকার কর্তৃক ২০ মে হতে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন যে কোন প্রজাতির সামুদ্রিক মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।