নিজস্ব প্রতিনিধি, মিরসরাই »
চট্টগ্রামের মিরসরাইয়ে ১ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে মিরসরাই উপজেলা কৃষি কার্যালয় মিলনায়তনে এসব বীজ ও সার বিতরণ করা হয়। এসময় মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, উপজেলা নির্বাহী প্রকৌশলী রনি সাহা ও মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) বিশেষ বরাদ্দে উপজেলার এক হাজার কৃষকের মাঝে উন্নত জাতের এক কেজি করে সরিষার বীজ, ৫ কেজি জিপসাম সার ও আধা কেজি বোরন সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এ বছর উপজেলায় ৭২০ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি।