নিজস্ব প্রতিনিধি, মিরসরাই »
মিরসরাইয়ে সাম্প্রতিক বন্যায় বিভিন্ন ইউনিয়নে ব্যাপক ক্ষতি হয়েছে। ঘরবাড়ি, কৃষি, মৎস্যের পাশাপাশি সড়ক, ব্রিজ ও কালভার্টের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যার পানি কমে গেলেও রয়ে গেছে ক্ষতচিহ্ন।
উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, মিরসরাই সাম্প্রতিক বন্যায় ৬০টি সড়ক ও ২৫টি ব্রিজ-কালভার্টের ক্ষতি হয়েছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ১১০ কোটি। বেশি ক্ষতি হয়েছে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর, করেরহাট ইউনিয়ন, ওসমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট, জোরারগঞ্জ ইউনিয়ন। অধিকাংশ গ্রামীণ সড়ক পানিতে ডুবে যাওয়ায় বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে।
সম্প্রতি উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের জোরারগঞ্জ-মুহুরী প্রজেক্ট সড়কে গিয়ে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশে দেখা দিয়েছে বড় বড় গর্ত। গর্তে পড়ে বিকল হচ্ছে বিভিন্ন যানবাহন। দুর্ভোগে পড়েছে ওই সড়কে চলাচলকারীরা।
সরেজমিনে গিয়ে কথা হয় স্থানীয় রুবেল দের সাথে। তিনি জানান, বন্যায় তাদের বাড়ির একাধিক মাটি ঘর ভেঙে গেছে। ঘর ভেঙে যাওয়ায় অনেক পরিবার অন্যোর ঘরের আশ্রয় নিয়েছে। এছাড়া তাদের চলাচলে জোরারগঞ্জ-মুহুরী প্রজেক্ট সড়কটি অনেকটা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়ক ভেঙে যাওয়ায় যানবাহনের ভাড়াও অনেক সময় বাড়িয়ে দেয় চালকরা।
এ বিষয়ে জানতে চাইলে মুহুরী প্রজেক্ট এলাকার মৎস্যচাষি তৌহিদুল ইসলাম তুহিন বলেন, সাম্প্রতিক বন্যায় ওসমানপুর-মুহুরী প্রজেক্ট সড়ক, জোরারগঞ্জ-মুহুরী প্রজেক্ট সড়কসহ বেশ কিছু সড়ক ভেঙে গেছে। এসব সড়ক মৎস্য চাষিরা মাছ পরিবহণে ব্যবহার করে থাকে। এমনিতে বন্যায় মৎস্য খাতে মিরসরাইয়ে প্রায় ৬০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। ভাঙা সড়কের কারণে মাছ সঠিক সময়ে বাজারজাতকরণ করতে না পারলে আরও ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী রনি সাহা বলেন, সাম্প্রতিক বন্যায় মিরসরাইয়ে ৬০টি সড়ক ও ২৫টি ব্রিজ কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ১১০ কোটি টাকা। আমরা ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারের জন্য মন্ত্রণালয়ে তালিকা পাঠাবো।