নিজস্ব প্রতিনিধি, মিরসরাই »
মিরসরাইয়ের জোরারগঞ্জে আগুনে পুড়ে গেছে ২৫ ব্যবসা প্রতিষ্ঠান। বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টায় জোরারগঞ্জ বাজারের জে.বি স্কুল সংলগ্ন প্রজেক্ট রোড (তেমুহানী) এলাকায় ইদ্রিচ বলী মার্কেটে এ ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সের ৩টি ইউনিট ও স্থানীয়দের সহায়তায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন জোরারগঞ্জ বাজার উন্নয়ন কমিটির সভাপতি প্রসার কান্তি বড়ুয়া।
ক্ষতিগ্রস্ত ফার্নিচার ব্যবসায়ী জামশেদ আলম জানান, ওয়ার্কশপের ওয়েল্ডিংয়ের মেশিনের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে আমার দোকানসহ ২৫টি দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে আমার ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত সাউন্ড সিস্টেম ব্যবসায়ী মো. মঞ্জু জানান, ৮ লক্ষ টাকা ঋণ নিয়ে সাউন্ড সিস্টেম কিনেছিলাম এখন আমার সব শেষ।
আগুনে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো হলো বিমল টিম্বার, জামশেদ আলমের মা ফার্নিচার, বিকাশ চক্রবর্তীর ফার্মেসী, টেক্সটাইল কর্নার নামে একটি সাউন্ড সিস্টেমের দোকান, সবিতা মেটাল, নূর হোসেনের কাঠের দোকান, আবুল কাশেমের কাঠের দোকান, বাবলুর কাঠের দোকান, সরোয়ারের নকশা দোকান, রাজু মেকানিকের টিভির দোকান, গফুর সওদাগরের চায়ের দোকান, নুরুল আলম সওদাগরের চায়ের দোকান, বৈশাখী টেইলার্সসহ ২৫টি দোকান। ক্ষতিগ্রস্তদের দাবি এ ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, রাত ১২টা ৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করা সম্ভব হয়নি।