মিরসরাইয়ে অনিশ্চিত ১৩০ হেক্টর বোরো ও সবজি আবাদ

মিরসরাইয়ে সাম্প্রতিক বন্যায় খালের পাড় ভেঙ্গে পানির গতিপথ পরিবর্তন হয়েছে

রাজু কুমার দে, মিরসরাই  »
চট্টগ্রামের মিরসরাইয়ে সাম্প্রতিক বন্যায় একটি খালের পাড় ভেঙ্গে পানির গতিপথ পরিবর্তন হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে স্থানীয় কৃষকরা। পানি গতিপথ বদলে যাওয়ায় ৩টি সেচ স্কীম বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ফলে ১১০ হেক্টর বোরো ও ২০ হেক্টর শীতকালীন সবজি চাষ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। খাল সংস্কার চেয়ে গত ২৭ অক্টোবর উপজেলা নিবার্হী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন দিয়েছে স্থানীয় কৃষকরা।
জানা গেছে, সম্প্রাতিক বন্যায় উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর গ্রামের তিলকের খালের পাড় ভেঙ্গে নদীতে খালটির দক্ষিণ পশ্চিম অংশে পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে এ মৌসুমে পশ্চিমলি নগর ও বরইয়া এলাকার অর্ধশত কৃষকের বোরো ধান চাষ। খালটি সংস্কার ও খননের বিষয়ে ব্যবস্থা নিতে ভুক্তভোগী কৃষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের কর্মকর্তা বরাবর লিখিত আবেদন জানিয়েছেন।
স্থানীয় কৃষক আবুল কাশেম বলেন, প্রতিবছর তিলকের খালের পানি দিয়ে বিদ্যুৎ চালিত তিনটি সেচ পাম্পের মাধ্যমে করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর, পশ্চিম অলিনগর ও বরইয়া এলাকার ১১০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়। এছাড়া প্রায় ২০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ হতো। সাম্প্রতিক বন্যায় অলিনগর মৌজার মোল্লা বাড়ি এলাকায় খালটির মাঝামাঝি অংশে উত্তর পাড় ভেঙে ফেনী নদীর সাথে যুক্ত হয়ে যায়। এতে উজানের পানি পূর্ব নগরের পরে পশ্চিম অলিনগর ও বরইয়া এলাকায় প্রবাহিত না হয়ে ফেনী নদীতে চলে যাচ্ছে। এতে খাল শুকিয়ে যাওয়ায় পশ্চিম অলিনগর ও বরইয়া এলাকার এক কিলোমিটার অংশে স্থাপিত তিনটি সেচ পাম্প অচল হয়ে গেছে। এতে অনিশ্চিত হয়ে পড়েছে অর্ধশত কৃষকের ১৩০ হেক্টর জমিতে বোরো ও সবজি আবাদ। আমরা দ্রুত খালটি সংস্কারের জন্য উপজেলা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছি।
জানতে চাইলে তিলকের খালে স্থাপিত সেচ পাম্প স্কিমের ব্যবস্থাপক বদিউল আলম বলেন, তিলকের খালের মোলাস্ন বাড়ি অংশে খাল ভেঙে ফেনী নদীর সাথে মিশে যাওয়া উজান থেকে আসা পানি নদীতে প্রবাহিত হচ্ছে। ফলে খালের দক্ষিণ পশ্চিম অংশের স্থাপিত তিনটি বিদ্যুৎ চালিত সেচ পাম্প অচল হয়ে পড়েছে।
এবিষয়ে জানতে চাইলে করেরহাট ইউনিয়নের অলিনগরে দায়িত্বে থাকা উপ—সহকারী কৃষি কর্মকতার্ এ.এইচ.এম মোমিনুল হক বলেন, খালের পাড় ভেঙ্গে পানির গতিপথ বন্ধ হয়ে যাওয়ায় চলতি বছর করেরহাট ইউনিয়নে ১১০ হেক্টর বোরো ও ২০ হেক্টর শীত কালিন সবজি আবাদ অনিশ্চয়তার মুখে পড়েছে।
মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, ‘করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর এলাকায় তিলকের খালের পাড় ভেঙ্গে নদীর সাথে মিশে গিয়ে পানি প্রবাহ বিঘ্নিত হচ্ছে। কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সেচ বিভাগ খালটির উন্নয়নের দায়িত্বে আছে। আমি এই সংকট নিরসনে ব্যবস্থা নিতে তাদের সুপারিশ করবো’।
জানতে চাইলে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) চট্টগ্রাম কার্যালয়ের সহকারী প্রকৌশলী তমাল দাস বলেন, মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর এলাকায় খালের পাড় ভেঙে পানি নদীতে প্রবাহিত হওয়ার বিষয়টি জানা নেই। এখন যেহেতু জেনেছি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।