সুপ্রভাত ডেস্ক »
অন্তর্বর্তী সরকারের সময়ে মিয়ানমার থেকে আমদানি করা চালের প্রথম চালান ২২ হাজার মেট্রিক টন আতপ চাল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে ‘এমভি গোল্ডেন স্টার’ নামের জাহাজে করে এসব চাল এসে পৌঁছায় চট্টগ্রাম বন্দরে।
কায়িক পরীক্ষা শেষে শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে জাহাজটি থেকে চাল খালাস শুরু হয় বলে জানিয়েছেন খাদ্য কর্মকর্তা বিদুষী চাকমা। তিনি জানান, মিয়ানমার থেকে মোট এক লাখ পাঁচ হাজার টন চাল আমদানি করছে সরকার। উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় মিয়ানমার থেকে কেনা চাল ধাপে ধাপে বন্দরে পৌঁছাবে।
এর আগে গত ১১ জানুয়ারি উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারতের অন্ধ্র প্রদেশের কাকিনাডা বন্দর থেকে ২৬ হাজার ৯৩৫ মেট্রিক টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছিল এমভি এসডিআর ইউনিভার্স নামের একটি জাহাজ।
আগামী দুই একদিনের মধ্যে আরও আড়াই হাজার টন চাল নিয়ে আরেকটি জাহাজ মিয়ানমার থেকে আসার কথা রয়েছে বলে জানিয়েছেন বিদুষী চাকমা।