মা ও শিশু হাসপাতালে এরিস্টোফার্মা লিমিটেডের যাকাত প্রদান

এরিস্টোফার্মা লিমিটেড এর পক্ষ থেকে গতকাল চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের যাকাত ফান্ডে ২ লক্ষ টাকা প্রদান করা হয়। এরিস্টোফার্মা লিমিটেড এর সেলস ম্যানেজার সুমন কুমার সুত্রধর হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মো. মোরশেদ হোসেন এর নিকট এই টাকা হস্তান্তর করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ডোনার সদস্য ইঞ্জিনিয়ার মো. জাবেদ আবছার চৌধুরী, সদস্য অ্যাডভোকেট মো. আহছান উল্যাহ, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, ডা. এ কে এম আশরাফুল করিম, এরিষ্টোফার্মা লিমিটেড এর সিনিয়র এরিয়া ম্যানেজার মো. গোলাম জিলানী প্রমুখ।
ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মো. মোরশেদ হোসেন এরিস্টোফার্মা লিমিটেড কর্তৃপক্ষকে তাদের এই মহতী উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও হাসপাতালের অসহায়, গরীব রোগীদের চিকিৎসা সহায়তায় পাশে থাকার জন্য আহ্বান জানান।
বিজ্ঞপ্তি