সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
আজ থেকে দক্ষিণ আফ্রিকার মাটিতে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের হয়ে খেলতে নামলেই মাশরাফী বিন মোর্ত্তজাকে টপকে যাবেন সাকিব আল হাসান। খবর ডেইলি বাংলাদেশ’র
দেশের হয়ে এখন পর্যন্ত সমান ২১৮টি করে ম্যাচ খেলেছেন দুই সাবেক অধিনায়ক মাশরাফি ও সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডে হবে দেশের জন্য সাকিবের ২১৯তম ম্যাচ। তখন দেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার নজির গড়বেন সাকিব। দেশের হয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। ২৩০টি। দ্বিতীয়স্থানে আছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ২২২টি ম্যাচ খেলেছেন তামিম। মাশরাফীকে সরিয়ে তামিমের পরের স্থানে বসার সুযোগ সাকিবের।