সুপ্রভাত ডেস্ক »
আধুনিক মালয়েশিয়ার রূপকার ও সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির বিন-মোহম্মদ-এর সাথে মতবিনিময় করেছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান পিএইচপি ফ্যমিলির প্রতিষ্ঠাতা চেয়ারম্যন ও সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত শিল্পপতি আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান।
গতকাল মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিশে^র স্বনামধন্য এ নেতার আমন্ত্রনে সুফি মিজানুর রহমান তাঁর সাথে সাক্ষাৎ করেন। এ সময় মালয়েশিয়ার এ রূপকার সুফি মিজানকে আন্তরিকভাবে স্বাগত জানান।
সৌহার্দপুর্ণ পরিবেশে উভয়ে মতবিনিময় করেন। শততম বর্ষে পর্দাপন করায় সুফি মোহাম্মদ মিজান সাবেক এ প্রধানমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানান ও তাঁর সু-স্বাস্থ এবং দীর্ঘায়ু কামনা করেন।
জবাবে মাহাথির বিন মোহম্মদ বাংলাদেশের ভুয়সী প্রসংশা করেন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তায় সুফি মিজানের অবদানের জন্য ধন্যবাদ জানান ও তাঁেক শিল্পায়নের ধারা অব্যহত রাখতে আহবান জানান।
এই বিশেষ মুহুর্তে উপস্থিত ছিলেন পিএইচপি পরিবারের ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ ইকবাল হোসেন, পরিচালক মোহম্মদ জহিরুল ইসলাম রিংকু ও বিশিষ্ট ব্যবসায়ী জিল্লুর রহমান ।
উল্লেখ্য, সুফি মিজানের সাথে তুন ড. মাহাথির মোহম্মদ-এর সম্পর্ক অত্যান্ত গভীর ও দীর্ঘদিনের। ২০১৪ সালে সুফি মিজানুর রহমানের আমন্ত্রনে মালয়েশিয়ার এ রূপকার স্বস্ত্রীক বাংলাদেশে আসেন এবং পিএইচপি ফ্যমিলির বিশ^বিদ্যালয় ইউআইটিএস-এর ২য় সমার্বনে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। তাঁর কনিষ্ঠপুত্র মোহাম্মদ আকতার পারভেজ বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার অনারারী কনসাল।