মালয়েশিয়ার অনারারি কনসাল হলেন মোহাম্মদ আকতার পারভেজ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল নঈমুদ্দিন আহমেদ মালয়েশিয়ার অনারারি কনসাল (চট্টগ্রাম) হিসেবে মোহম্মদ আকতার পারভেজকে স্বীকৃতিপত্র হস্তান্তর করছেন। এসময় বাংলাদেশে নিযুক্ত মালেশিয়ার রাষ্ট্রদূত হাজনা মোহম্মদ হাসিম উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক »

বিশিষ্ট শিল্পপতি ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমানের কনিষ্ঠ সন্তান পিএইচপি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ মালয়েশিয়ার অনারারি কনসাল (চট্টগ্রাম) নিযুক্ত হয়েছেন

বুধবার বিকালে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল নঈমুদ্দিন আহমেদ মোহাম্মদ আকতার পারভেজকে এ পত্র হস্তান্তর করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত মালেশিয়ার রাষ্ট্রদূত হাজনা মোহম্মদ হাসিম উপস্থিত ছিলেন।

এ সময় মালয়েশিয়ার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ-মালয়েশিয়ার সম্পর্ক চমৎকার। মালয়েশিয়া সবসময় বাংলাদেশের পাশে ছিল, আগামীতেও থাকবে।

তিনি বলেন, মোহাম্মদ আকতার পারভেজের মত একজন সৎ ও নিষ্ঠাবান ব্যাক্তিকে অনারারি কনসাল হিসেবে নিয়োগ দিতে পেরে মালয়েশিয়ার সরকার আনন্দিত। আশা করি মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে ভবিষ্যত সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

মোহাম্মদ আকতার পারভেজ বলেন, মালয়েশিয়া আমাদের পরম বন্ধু। উভয় দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আগামীতে শক্তিশালী হবে। মালয়েশিয়ার সঙ্গে আমাদের আর্থ-সামাজিক সম্পর্ক ও ব্যবসা বৃদ্ধি পাবে।