শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি বলেন, বর্তমান সরকার জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে। দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করছেন, সরকারের সে ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলা পরিষদ উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে।
তিনি গতকাল জেলা পরিষদের এডিপির তহবিল থেকে ৩৪ প্রতিষ্ঠানকে উন্নয়ন কাজের জন্য এক কোটি টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এতে বিশেষ অতিথি সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ বলেন, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান শহর-গ্রাম উন্নয়নে সমানভাবে কাজ করছেন। জেলা পরিষদ চেয়ারম্যানকে আমি ধন্যবাদ জানাই।
সভাপতির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত রূপকল্প ২০৪১ এর লক্ষ্য পূরণ করে উন্নত বাংলাদেশ গড়তে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন অপরিহার্য। সে লক্ষ্যেই চট্টগ্রাম জেলা পরিষদ কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় জেলার বিভিন্ন উপজেলায় জেলা পরিষদের উন্নয়নকাজ চলছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, চন্দন ধর, মশিউর রহমান, কাউন্সিলর জহর লাল হাজারী, কাউন্সিল হারুনুর রশিদ, পুলক খাস্তগীর, নুরুল আলম মিয়া, শাহিন আক্তার রোজী, মো. জাহাঙ্গীর আলম ও জান্নাতুল নুর তানিয়া। বিজ্ঞপ্তি