সুপ্রভাত ডেস্ক »
টাকা না পেয়ে ইয়াবা মামলায় ফাঁসানোর অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (১১ আগস্ট) অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে মামলাটি করা হয়। আদালত এটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযুক্তরা হলেন, মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বন্দর জোনের উপপরিদর্শক (এসআই) মো. মহসিন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আজাদ।
নগরের ডবলমুরিং এলাকার বাসিন্দা সাবিনা আক্তারের করা মামলায় অভিযোগ করা হয়, ২২ জুলাই তার ভাই জাকির হোসেনকে আটক করে দুই পুলিশ সদস্য৷ পরবর্তীতে তাকে নগরের মনসুরাবাদ ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে বাদী দেখা করতে গেলে পুলিশ দুই লাখ টাকা দাবি করেন। পরবর্তীতে টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে তারা ৪০০ পিস ইয়াবা উদ্ধার দেখিয়ে ভুক্তভোগীকে মাদক মামলা দেন।
এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী আফজাল হোসেন বলেন, আদালত অভিযোগ শুনেছেন। মামলাটি তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে পুলিশের কর্মকর্তারা জানান, জাকির নগরের সদরঘাট থানায় হওয়া একটি মাদক মামলার চার্জশিটভুক্ত আসামি।
সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার মাহমুদা বেগম বলেন, তদন্তের পর সত্যতা পেলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।