মাটিরাঙায় অফিস সহায়কের ২ বছরের দণ্ড

পরীক্ষার হলে নকল সরবরাহ

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি »

মাটিরাঙা সরকারি কলেজের পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের দায়ে কলেজের অফিস সহায়ক মো. কামাল হোসেনকে দুই বছরের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকাল ৪টার দিকে মাটিরাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃলা দেব এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত মো. কামাল হোসেন মাটিরাঙা সরকারি ডিগ্রি কলেজের অফিস সহায়ক। সে মাটিরাঙা পৌরসভার মুসলিম পাড়ার মৃত আব্দুল হামিদের ছেলে।

মাটিরাঙা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব প্রশান্ত ত্রিপুরা বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বাউবির অধীনে এইচএসসি প্রোগ্রামের সমাজ বিজ্ঞান ২য় পত্রের পরীক্ষা চলাকালে মো. আজিজ উদ্দিন নামে এক পরীক্ষার্থীর মুঠোফোনে উত্তরপত্র প্রেরণ করেন মাটিরাঙা সরকারি ডিগ্রি কলেজের অফিস সহায়ক মো. কামাল হোসেন। এসময় তাকে হাতেনাতে আটক করেন পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মাটিরাঙা উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর মো. আজগর হোসেন।

পরে দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাকে ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন-এর ৯ ধারায় দুই বছরের কারাদ- ও ১০০ টাকা জরিমানা করেন। এসময় মো. আজিম উদ্দিন নোমান নামে ওই শিক্ষার্থীকে তিন বছরের জন্য বহিষ্কার করেন ভ্রাম্যমাণ আদালত।

মাটিরাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃলা দেব বলেন, নকল সরবরাহের অভিযোগ প্রমাণিত হওয়ায় একই সাথে অপরাধ স্বীকার করায় কলেজের অফিস সহায়ক মো. কামাল হোসেনকে দুই বছরের বিনাশ্রম কারাদ- দেয়া হয়।

সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, মো. কামাল হোসেন দীর্ঘদিন ধরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-বাউবির অধীনে মাটিরাঙা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের মাঝে নকল সরবরাহ করে আসছিল। এর আগেও তাকে একাধিকবার সতর্ক করা হয়েছিল।