সুপ্রভাত ডেস্ক »
উত্তরা মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শোকাবহ পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময়, স্বজনহারা পরিবারের পাশে বিএনপি থাকবে বলে আশ্বাস দেন তিনি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় দিয়াবাড়ী তারারটেক মসজিদ এলাকায় যান তিনি। তারপর নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পড়েন।
এসময় তারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। বলেন, এই ঘটনায় সান্ত্বনা দেয়ার ভাষা নেই। দ্রুত হতাহতের তালিকা তৈরি করে নিখোঁজদের খুঁজে বের করার অনুরোধ জানান। এছাড়া, যতো দ্রুত সম্ভব নিহতদের ডিএনএ টেস্ট করে মরদেহ হস্তান্তরের আহ্বানও জানায় বিএনপি।