মাইলস্টোনে গিয়ে দুই উপদেষ্টা ও প্রেস সচিব অবরুদ্ধ

সুপ্রভাত ডেস্ক »

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস পরিদর্শনে এসে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।

জানা যায়, মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টারও কিছু সময় পরে প্রথমে দুই উপদেষ্টা মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাস্থল পরিদর্শন গেলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। তাদের উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। তখন তারা স্কুলের একটি ভবনে আশ্রয় নেন। এরপর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও সেখানে যান। বর্তমানে তারা তিন জনই সেখানে একটি কক্ষে অবরুদ্ধ আছেন।

শিক্ষার্থীরা বলছেন, লাশের সংখ্যা নিয়ে গড়মিল করছে সরকার, এছাড়াও গতকাল রাতে শিক্ষক ও অভিভাবকদের ওপর হামলা করা হয়েছে। এসব বিষয়ে সুরাহা দিতে হবে উপদেষ্টাদের। তাছাড়াও তাদের ৬ দফা দাবি মানতে হবে।