সুপ্রভাত ডেস্ক »
চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলা ভঙ্গের অপরাধে ৬২ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট ও কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের মইজ্জারটেক এলাকায় একযোগে এ অভিযান চালানো হয়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাটে অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া। অভিযানে নিয়ম বহির্ভূতভাবে চলাচলকারী বিভিন্ন যানবাহনকে ২১টি মামলায় ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিক কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের মইজ্জারটেকে এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিকি মারমা। সেখানে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১৫টি গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়। এ সময় জরিমানা করা হয় ২৯ হাজার টাকা।
এছাড়া চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমের নেতৃত্বে একদল কর্মকর্তা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান। হাসপাতালে সম্প্রতি দুর্ঘটনায় আহতদের পরিবারের সঙ্গে কথা বলেন, চিকিৎসার খোঁজখবর নেন।