সুপ্রভাত ডেস্ক :
গত সোমবার থেকেই গভীর সংকটে আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এদিন হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।
রক্তে অণুচক্রিকার পরিমাণের কিছুটা উন্নতি হলেও চিকিৎসকদের উদ্বেগে রেখেছে কিডনির অবস্থার অবনতি। রক্তে ইউরিয়ার পরিমাণও অনেক বেশি।
চিকিৎসকেরা জানিয়েছেন, এই কিংবদন্তির এক্সরে রিপোর্টে নতুন জটিলতা দেখা দিয়েছে। আশঙ্কা, দ্বিতীয় দফায় নিউমোনিয়া সংক্রমণের।
সৌমিত্র ২১ দিন ধরে কলকাতা মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। আইসিইউতে তিনি রয়েছেন গেল ১৮ দিন। বয়স এবং কো-মর্বিডিটি তার চিকিৎসার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
করোনা আক্রান্ত অবস্থায় সৌমিত্রকে হাসপাতালে ভর্তি করা হয়। গত সপ্তাহে রিপোর্ট নেগেটিভ আসে। চিকিৎসাতেও সাড়া দিতে থাকেন তিনি। কিন্তু রবিবার থেকে তার শারীরিক অবস্থা আবার সংকটজনক হয়ে পড়ে।
বিনোদন