সুপ্রভাত ডেস্ক »
শক্তিশালী ভূমিকম্পের আঘাতে বিপর্যস্ত উত্তর আমেরিকার দেশ হাইতি। এখন পর্যন্ত দেশটিতে ৩০৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুই হাজারের বেশি মানুষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ভূমিকম্পে আহত মানুষের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ। ধসে গেছে বহু আবাসিক ভবন, গির্জা হোটেল ও দোকানপাট। দেশটির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি জানিয়েছেন, ভূমিকম্পে হাইতির একাংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ অবস্থায় আগামী একমাস হাইতিতে জরুরি অবস্থা জারি করেছে সরকার।
ধ্বংস্তূপে চাপা পড়ে থাকাদের উদ্ধারে জরুরি বিভাগের কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান হাইতির প্রধানমন্ত্রী। অতি মাত্রায় ক্ষয়ক্ষতির কারণে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। সবার আগে শিশুদের রক্ষায় সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে প্রশাসন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস আগেই সতর্ক করেছিল, ভয়াবহ ভূমিকম্পের ফলে হাজার হাজার মানুষের প্রাণহানি হতে পারে। শনিবারের ৭.২ মাত্রার ভূমিকম্পের পর ৫.১ মাত্রার আফটারশক হয়। সামনে আরও ভূমিকম্পের আশঙ্কা করা যাচ্ছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, শনিবার রিখটার স্কেলে কম্পনটির মাত্রা ছিল ৭ দশমিক ২। ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) অবশ্য বলছে, কম্পনটির মাত্রা ৭ দশমিক ৬ ছিল।
এদিকে হাসপাতালগুলোতে আহতদের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দেশটিতে দ্রুত সহায়তার পাঠাতে তার প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন।
ভূমিকম্প মূলত দেশটির পশ্চিমাঞ্চলীয় এলাকায় আঘাত হানে। হাইতির প্রতিবেশী ক্যারিবিয়ান অঞ্চলের অন্য দেশগুলোতেও এই কম্পন অনুভূত হয়। এর আগে ২০১০ সালে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পের আঘাতে ২ লাখের বেশি মানুষ প্রাণ হারান।