সুপ্রভাত ডেস্ক :
কদিন আগেই ভুয়া ভ্যাকসিন কান্ডের শিকার হয়েছিলেন টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্ত্রী। শনিবার ভোর থেকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই অভিনেত্রী। বর্তমানে বাড়িতেই চলছে তার চিকিৎসা।
প্রাথমিকভাবে জানা যায়, ডিহাইড্রেশন, রক্তচাপের সমস্যা থাকায় ভোর রাতে অজ্ঞান হয়ে যান মিমি। সেই সময় সঙ্গে থাকা মিমির পরিচারিকা দ্রুত তার সহকারীকে খবর দেন। সহকারীর ডাকে ছুটে আসেন চিকিৎসক। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসক জানিয়েছেন প্যানিক থেকেও ঘটে থাকতে পারে এই অসুস্থতা।
ভারতীয় একটি গণমাধ্যম জানায়, শুক্রবার রাত থেকেই দুর্বল ছিলেন মিমি। এরপর শনিবার ভোর ৩টার দিকে হঠাৎই বেশ অসুস্থ বোধ করতে শুরু করেন। এ সময় অভিনেত্রীর শরীরে ঘাম দেয়। এরপরেই অজ্ঞান হয়ে যান তিনি।
মিমির সহকারী জানান, গুরুতর ডিহাইড্রেশন, অত্যন্ত কম রক্তচাপ, অসহ্য পেটে ব্যথায় কাতর হয়েই সংজ্ঞা হারান অভিনেত্রী। তার আগে থেকেই গল ব্লাডারের সমস্যা থাকায় ওষুধ চলছে তার। এই অবস্থায় তার স্বাস্থ্য নিয়ে ভয় আরও বেড়েছে।
জানা গেছে, ভুয়া ভ্যাকসিন কান্ডের ঘটনা প্রকাশ্যে আসার পর শুক্রবারই যাবতীয় রক্ত পরীক্ষা ও অন্যান্য টেস্ট করান মিমি। ভ্যাকসিনের বদলে তার শরীরে কী প্রবেশ করানো হয়েছে তা নিয়ে বেশ চিন্তিত এই অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে মিমি জানান, ‘খুবই দুর্বল হয়ে পড়েছি। ভোর ৪টা থেকে পেটে যন্ত্রণা হচ্ছে। ৬টায় চিকিৎসক আমার বাড়ি আসেন।’
মিমির কথা থেকেই জানা যায়, শারীরিক ও মানসিকভাবে তিনি এখন বেশ বিধ্বস্ত। চিকিৎসক আপাতত তাকে সারা দিন বিশ্রামে থাকতে বলেছেন।