সুপ্রভাত ডেস্ক :
আসছে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নির্মাতা এস আর মজুমদার নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘আয় ফিরে আয়’। নাটকটির কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করছেন বর্তমান সময়ের টিভি নাটকের দর্শক চাহিদার তুঙ্গে থাকা অপূর্ব ও মেহজাবীন চৌধুরী। রোমান্টিক গল্পের এ নাটকের গল্প রচনা করেছেন নির্মাতা এস আর মজুমদার নিজেই। সম্প্রতি রাজধানীর উত্তরায় একটি শুটিং বাড়িতে নাটকটির দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘এ নাটকের গল্পের বিষয়বস্তু একেবারেই আলাদা। আমার গেটআপ দেখেই তা সহজে অনুমান করতে পারবে দর্শক। যারা সত্যিকার অর্থে নাটক ভালোবাসেন, নাটক বোঝেন তাদের জন্যই এ নাটক। নিশ্চয়ই যারা আমার অভিনীত নাটক নিয়মিত দেখেন তাদের ভাবনাতো ছিলোই। যে কারণে এ নাটকে অভিনয়ে আমি আরো অধিক বেশি মনোযোগী ছিলাম। এ কাজটি নিয়ে আমি খুবই আশাবাদী।’
মেহজাবিন বলেন, ‘এই নাটকের গল্পের শুরু থেকেই ট্র্যাজেডি আছে। যারা দীর্ঘদিন ধরে আমার আর অপূর্ব ভাইয়ার রোমান্টিক গল্পের নাটক দেখে অভ্যস্থ, তারা নিঃসন্দেহে ভিন্ন কিছু পাবেন। আমার চরিত্রের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। যদিও এ ধরনের চরিত্রে আমি অভিনয় করেছি। কিন্তু এই নাটকে তা আরো একটু বেশিই চ্যালেঞ্জিং।’
নির্মাতা এস আর মজুমদার বলেন, ‘একটা নবদম্পতির সম্পর্কের গল্প ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। কিন্তু একটা পর্দায় গিয়ে তাদের মধ্যে একটা ক্রাইসিস তৈরি হয়।এরপর বেশি এই মূহুর্তে বলতে চাচ্ছি না। দর্শক পর্দায় দেখলে বুঝতে পারবেন। দর্শকের উদ্দেশ্যে এতোটুকু বলবো যে, শেষ পর্যন্ত নাটকটি দেখলে যেমন আনন্দ পাবে তেমনই তাদের চোখে পানি চলে আসবে এবং তাদের চোখে হাসি লেগে থাকবে।’
নির্মাতা জানান, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ১২ ফেব্রুয়ারি রাত ৯টায় আরটিভিতে প্রচারিত হবে। এরপর সাউন্ডকের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে নাটকটি। খবর : বার্তা২৪’র।
বিনোদন