ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর আইন অনুষদভুক্ত আইন বিভাগের উদ্যোগে গত ১৬ জুলাই (বৃহস্পতিবার) রাত ৯ টায় অনলাইনে ‘ভার্চুয়াল কোর্ট সিস্টেম অ্যান্ড একসেস টু জাস্টিস ডিউরিং কভিড নাইন্টিন প্যান্ডামিক’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়।
ওয়েবিনারে বর্তমান বিশ্বে করোনা ভাইরাস (কভিড-১৯) এর কারণে সৃষ্ট মহামারীকালীন সময়ে বাংলাদেশে চলমান বিচারকার্য পরিচালনায় ভার্চুয়াল মাধ্যম ব্যবহার ও এর সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজ-এর উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান।
আইন বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মুহাম্মদ ইকবাল হাছানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়েবিনারে আলোচক হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজ’র আইন উপদেষ্টা ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট ড. মো. আব্দুল মান্নান ভুঁইয়া, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক রাফিয়া খাতুন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া। বিজ্ঞপ্তি