ভারতের সাথে জয়ের আশাবাদ হামজার

সিলেটে ভক্তদের ভালসাসায় সিক্ত

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

প্রায় এক ঘণ্টার আনুষ্ঠানিকতা শেষ করে হামজা চৌধুরী যখন সিলেটের ওসমানী বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বের হলেন, তখন ইংলিশ লিগের এ তারকার অপেক্ষায় হাজার হাজার ভক্ত-সমর্থক। যাদের সামনে ছিল গণমাধ্যমের অসংখ্য ক্যামেরা তাক করা। সংবাদকর্মীদের ভীড়ও ছিল উল্লেখ করার মতো। পেছন থেকে ধেয়ে আসছিল ‘হামজা, হামজা’ স্লোগান। কেবল স্থানীয় সাংবাদিকরাই নন, হামজার আগমনের খবর সংগ্রহের জন্য ঢাকা থেকেও সিলেট গিয়েছেন এক দল সংবাদকর্মী। সবার অপেক্ষার অবসান শেষ করে হামজা বের হয়ে কয়েক মিনিটের জন্য তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। শুরুতেই তাঁকে বলতে শোনা যায় ‘এমাজিং এমাজিং (চমৎকার)’।
বাংলাদেশে আরো এসেছেন হামজা। তবে সোমবারের এই আসার মাজেজা অন্যরকম। এই প্রথম তিনি আসলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পক্ষে ম্যাচ খেলতে। তাও বাংলাদেশের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে। এই ম্যাচ হবে ২৫ মার্চ ভারতের মেঘালয়ের রাজধানী শিলংয়ে। স্বাভাবিকভাবেই গণমাধ্যমের প্রশ্ন ছিল ভারত ম্যাচ নিয়ে। ভারতের বিরুদ্ধে তিনি কী করতে চান, এমন প্রশ্নের উত্তরে হামজা চৌধুরী একাধিকবার বাংলায় উচ্চারণ করেন, ‘ইনশাল্লাহ আমরা ভারতের বিরুদ্ধে উইন (জয়) করবো।’ বাংলাদেশে এসে এত মানুষের উচ্ছাস থেকে ভালো লাগার কথাও বলেছেন হামজা। তবে বাফুফের আয়োজনে ছিল দুর্বলতা। যে কারণে গণমাধ্যমের সামনে এসে কথা বলতে হিমশিম খেতে হয়েছে ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগের শেফিল্ড ইউনাইটেডের এই ফুটবলারকে।
ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে অভিষেক হবে হামজা চৌধুরীর। আাগামী ২৫ মার্চ শিলংয়ে হামজা চৌধুরীকে কত নম্বর জার্সি পরে খেলতে দেখা যাবে? এরই মধ্যেই সেই কৌতূহল শুরু হয়েছে তার ভক্তদের মধ্যে। হবিগঞ্জের নিজ গ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন লেস্টার সিটি থেকে ধারে খেলতে যাওয়া শেফিল্ড ইউনাইটেডের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। সেখানে ইংরেজিতে, বাংলায় এবং সিলেটের আঞ্চলিক ভাষায় অনেক কথাই বলেছেন সকালে বাংলাদেশে আসা এই ফুটবলার। অনেক প্রশ্নের মধ্যে গণমাধ্যমের জানার চেষ্টা ছিল, তিনি কত নম্বর জার্সি পরতে আগ্রহী? জবাবে হামজা চৌধুরী জানিয়েছেন, তিনি ৮ নম্বর লাল-সবুজ জার্সি পরে খেলতে চান। সিলেটের বিমানবন্দর থেকে হবিগঞ্জের গ্রামের বাড়ি যাওয়া পর্যন্ত যতবারই গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন, ততবারই ‘কেমন লাগছে’ এই প্রশ্ন শুনতে হয়েছে। তিনি এ প্রশ্নের জবাবে রোমাঞ্চকর অনুভূতির কথাই বলেছেন।এই ম্যাচের আগে ভারত কোচ ফিরিয়ে এনেছেন অভিজ্ঞ সুনীল ছেত্রিকে। তাকে নিয়ে হামজার কোনো পরিকল্পনা আছে কিনা? জানতে চাইলে হামজা বলেন, ‘আমি ভারতের কথা ভাবছি না। আমরা শুধু আমাদের দলের কথা ভাবছি।’