সুপ্রভাত ক্রীড়া ডেস্ক»
ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই দুই দলের সাবেক খেলোয়াড়দের কথার লড়াই। কিন্তু এবার ঘটেছে ঠিক উল্টোটা। নিজ দেশের খেলোয়াড়দের ‘ভীতু’ বলে আলোচনায় সাবেক পাকিস্তানি ক্রিকেটার মঈন খান। তার ভাষায়, ভারতের বিপক্ষে খেলতে নামলেই পাকিস্তান ভয় পায়। বিশ্বকাপ নিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম ‘ক্রিকেট পাকিস্তান’-এর সঙ্গে এক সাক্ষাৎকারে বাবর আজমদের ভীতু বলে উল্লেখ করে মঈন খান বলেন, ‘ভারতের বিরুদ্ধে খেলতে গেলেই পাকিস্তানের খেলোয়াড়েরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। ভয় পেয়ে যাওয়া খেলোয়াড়দের পরামর্শ কাজে লাগে না।’
সদ্য সমাপ্ত এশিয়া কাপে বৃষ্টির কারণে প্রথম পর্বে ভারত-পাকিস্তান ম্যাচটি পরিত্যক্ত হয়। আর সুপার ফোরে পাকিস্তানকে ২২৮ রানের বড় ব্যবধানে হারায় ভারত। সেই ম্যাচের পর বাবর আজমদের সমালোচনায় মুখর হয়েছিলেন পাকিস্তানের সাবেকরা। এশিয়া কাপে পরাজয়ের কথা টেনে মঈন বলেন, ‘আমি দেখেছি। খেলোয়াড়দের ভীত মনে হচ্ছিল। তাদের দেখে মনে হচ্ছিল, তারা বাবরকে পরামর্শ দিতে সংশয়ে আছে; সেটা হোক মোহাম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদি বা শাদাব খান। এটা স্পষ্ট ছিল যে তারা দল হিসেবে খেলেনি।’ আসরে প্রথম পর্বেই দেখা হয়ে যাবে ভারত-পাকিস্তানের। ৫ অক্টোবর শুরু হতে যাওয়া টুর্নামেন্টে ভারত-পাকিস্তান ম্যাচটি ১৪ অক্টোবর। দুই দল মুখোমুখি হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। খবর রাইজিংবিডি.কম’র