সুপ্রভাত ডেস্ক »
দশজনের বাংলাদেশের জন্য এই ড্রটা যেন জয়ের সমান। মালেতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে গুরুত্বপূর্ণ ম্যাচে লক্ষ্য পূরণ হয়েছে জামাল ভূঁইয়াদের। ১০ জনের দল নিয়েও ভারতকে আটকে দিল বাংলাদেশ ফুটবল দল। ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। শক্তিশালী ভারতের বিপক্ষে ১৮ বছর জয় পায়নি বাংলাদেশ।
২৭ মিনিটে গোল করে বাংলাদেশের খেলোয়াড়দের মুখ গোমড়া করে দিয়েছিলেন সুনীল ছেত্রী । দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে বিশ্বনাথ ঘোষ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দল হয়ে পড়ে বাংলাদেশ। এক খেলোয়াড় কম নিয়েই লড়েছেন তপু বর্মণ, ইয়াসিন আরাফাতরা। ৭৪ মিনিটে গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান লেফটব্যাক ইয়াসিন। জামালের কর্নার থেকে উড়ে আসা বলে কাছের পোস্ট থেকে ফ্লিক করেন সাদ উদ্দিন। সে বলে দূরের পোস্ট থেকে মাথা ছুঁয়ে গোলটি করেন ইয়াসিন।
আগের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশ । দুই ম্যাচে বাংলাদেশের পয়েন্ট হলো ৪। ৭ অক্টোবর পরবর্তী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।