সুপ্রভাত ডেস্ক »
শেখ হাসিনার মামলার রায় ঘোষণার আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম এবং কয়েকজন প্রসিকিউটরকে হত্যার হুমকি ও গালিগালাজ করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত ভারতীয় ফোন নম্বর ব্যবহার করে তাদের এই হুমকি দেওয়া হয়।
আজ সোমবার (১৭ নভেম্বর) সকালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আওয়ামী লীগের বিভিন্ন লোকজন গতকাল সন্ধ্যার পর থেকে বিভিন্ন অপরিচিত নম্বর থেকে ফোন দেয়, যার বেশিরভাগই ছিল ভারতীয় নম্বর।
প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ বলেন, ‘আমাকে ফোন দিয়ে গালিগালাজ ও হুমকি দেয়। সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত একাধারে ফোন দিয়ে গালিগালাজ করেছে।’ একই কথা বলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ। তারা জানান, হুমকিগুলো প্রায়শই দেওয়া হয়েছে।
হুমকির ভাষা একই ছিল—‘শেখ হাসিনাকে ফাঁসি দিলে কাউকে ছাড় নয়। নেত্রীর সাজা হলে তোমাদের জীবন শেষ করে দিবো।’
হুমকি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ‘ভীরু, কাপুরুষ ও গণহত্যাকারীদের ভাষা এমনই হয়। এগুলো আমলে নেওয়ার কিছু নেই।’
আজ বেলা ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জুলাই গণহত্যার দায়ে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায় ঘোষণা হবে।




















































