সুপ্রভাত ডেস্ক »
পাকিস্তানের আন্তর্জাতিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়্যবা ‘বাংলাদেশের ভূমি ব্যবহার করে’ ভারতে হামলার পরিকল্পনা করছে বলে ভারতীয় সংবাদমাধ্যম যে খবর প্রকাশ করেছে, তা বিশ্বাস করার ‘যৌক্তিকতা’ দেখছেন না পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেছেন, “যাই কিছু ঘটুক না কেন মিডিয়া আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করবেই। কিন্তু কোনো কারণ নাই এটা বিশ্বাস করার। কোনো ‘সেনসিবল’ লোক এটা বিশ্বাস করবে না।”
কথিত গোয়েন্দা তথ্যের বরাতে সোমবার টাইমস অব ইন্ডিয়ার এক খবরে দাবি করা হয়, বাংলাদেশকে ‘নতুন উৎক্ষেপণকেন্দ্র’ হিসেবে তৈরি করে ভারতে হামলার ছক কষছে লস্কর-ই-তৈয়্যবা প্রধান হাফিজ সাঈদ।
ওই প্রতিবেদনে বলা হয়, “৩০ অক্টোবর পাকিস্তানের খায়েরপুর তামেওয়ালিতে অনুষ্ঠিত একটি সমাবেশের ভিডিও থেকে এ তথ্য প্রকাশ পেয়েছে, সেখানে লস্কর-ই-তৈয়্যবা কমান্ডার সাইফুল্লাহ সাইফের মুখ থেকে আসে এই ভয়ঙ্কর তথ্য।
“সাইফুল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন, ‘হাফিজ সাঈদ অলস বসে ছিলেন না; বাংলাদেশের মাধ্যমে ভারতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছিলেন’।”
লস্কর-ই-তৈয়্যবার নেতারা বাংলাদেশের ‘সক্রিয়’ থাকার দাবি ওই বক্তব্যে সাইফুল্লাহ করেছিলেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়।
এর মধ্যে সোমবার সন্ধ্যায় দিল্লির লাল কেল্লার সামনে সিগন্যালে দাঁড়ানো একটি হুন্ডাই আই২০ গাড়িতে বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ১২ জন নিহত ও ২০ জন আহত হন। আশপাশের কমপক্ষে ২২টি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।
বিস্ফোরণের কারণ কী তা নিয়ে এখনও সরকারিভাবে কিছু জানায়নি ভারত। পুলিশ বলছে, বিস্তারিত তদন্তের পরই এ বিষয়ে জানানো হবে। আপাতত ঘটনাটিকে নাশকতা বলেই মনে করা হচ্ছে।
পুলিশের পাশাপাশি একাধিক কেন্দ্রীয় সংস্থা ঘটনার তদন্ত করছে। বিস্ফোরণ ঘটা গাড়িটির মালিক মহম্মদ সালমানকে সোমবার রাতেই গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার জেরার জন্য আটক করা হয়েছে আরও চারজনকে। তবে তাদের নাম-পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। তারা বিস্ফোরণের সঙ্গে জড়িত কি না, তাও স্পষ্ট নয়।
রয়টার্স লিখেছে, অত্যন্ত কড়া প্রহরাধীনে থাকা রাজধানী শহর দিল্লিতে এটি একটি বিরল বিস্ফোরণের ঘটনা।
এ ঘটনার জেরে ভারতের বেশ কয়েকটি রাজ্য ও গুরুত্বপূর্ণ স্থানে উচ্চ সতর্কতা জারি করা হয়। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার বলেছেন, ‘সব দিক’ বিবেচনায় নিয়ে তদন্ত করা হচ্ছে। নিরাপত্তা সংস্থাগুলো শিগগিরই একটি সিদ্ধান্তে পৌঁছবে।
দিল্লিতে হামলার ২৪ ঘন্টা পেরোনোর আগেই মঙ্গলবার পাকিস্তানের ইসলামাবাদে জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে এক আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন।
‘জাতিসংঘে যে কেউ আবেদন করতে পারে’
জাতিসংঘে রাজনৈতিক বা অন্যদের চিঠি দেওয়া স্বাভাবিক ঘটনা হিসেবে তুলে ধরে আওয়ামী লীগের চিঠির বিষয়ে এখনই কিছু বলতে চাইছেন পররাষ্ট্র উপদেষ্টা।
আওয়ামী লীগের চিঠির প্রসঙ্গ ধরে এক প্রশ্নে তিনি বলেন, “যে কেউ যে কোনো কিছু নিয়ে জাতিসংঘে অ্যাপিল করতে পারে। জাতিসংঘ যদি আমাদেরকে কিছু বলে আমরা তখন সেটা দেখব। এখন আমাদের কিছু বলার নাই।”
বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়’ এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসার আহ্বান জানিয়ে ১ নভেম্বর জাতিসংঘকে চিঠি পাঠিয়েছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ।
ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধি স্টেফান লিলার বরাবর দলের পক্ষে এ চিঠি পাঠান সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। কার্যক্রম নিষিদ্ধ থাকায় ফেব্রুয়ারিতে ঘোষিত নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকছে না আওয়ামী লীগের।
জাতিসংঘকে পাঠানো চিঠিতে বলা হয়, “অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা জাতিসংঘ এবং ইউএনডিপির প্রতি নির্বাচনি সহযোগিতা স্থগিতের, সব রাজনৈতিক পক্ষের সঙ্গে জাতীয় সংলাপ ও সমঝোতাকে উৎসাহিত করার এবং যে কোনো নির্বাচনি সম্পৃক্ততার মূলভিত্তি হিসাবে মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানাচ্ছি।”
আওয়ামী লীগের পাঠানো চিঠির বিষয়ে মন্তব্য জানতে ঢাকায় ইউএনডিপির প্রতিনিধি স্টেফান লিলার এবং সংস্থার মুখপাত্র বরাবর ইমেইল পাঠিয়ে তাদের জবাব পাওয়া যায়নি।


















































