সুপ্রভাত ডেস্ক »
মা হচ্ছেন মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ- খবরটি গত সপ্তাহেই তার ভক্তরা পেয়েছেন। এবার সোশ্যাল হ্যান্ডেলে শখের নামে ভাইরাল হলো একটি ছবি। যেটি দেখে বেশিরভাগই বিস্মিত হচ্ছেন, বলছেন- এটা শখ হতেই পারে না! এতে দেখা যায়, অন্তঃসত্ত্বা হওয়ায় ব্যাপক পরিবর্তন এসেছে শখের শরীরে। পরিবর্তন হয়েছে চেহারারও। অনেকেই পূর্বের ও বর্তমানের ছবি নিয়ে তুলনা করে বুঝতে চাইছেন আসলে এটি শখ কিনা! চলছে- প্রশ্ন, আলোচনা ও স্তুতিও। তাই ফেসবুকজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন শখ। জানা যায়, এটি মূলত এই তারকার বেবি শাওয়ারের ছবি। ছোট পরিসরে এর আয়োজন করা হয়। এতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত হন। আয়োজনে সবাই মিলে কেককেটে নতুন অতিথিকে স্বাগত জানিয়েছেন। এদিকে, হবু মায়ের এমন ছবিতে অনেকেই মেতেছেন তার প্রশংসায়। তবে শুধু ভক্তরা নন, তার এই স্তুতিতে সামিল হয়েছেন তারকারাও।
চিত্রনায়িকা জাহরা মিতু লিখেছেন, ‘মডেল, অভিনেত্রী শখ। যার রূপের যাদুতে মুগ্ধ সবাই। ব্যক্তিগতভাবে আমারও ধারণা, শখের মতন সুন্দরী মেয়ে বাংলাদেশে কম জন্মেছে। শখের বর্তমান অবস্থা দেখে বোঝাই যাচ্ছে তিনি অবশ্যই প্র্যাগনেন্সি সময়ের যে শারীরিক প্রভাবগুলো হয় তাতে প্রভাবিত। প্রতিটি মেয়ের জীবনের সেরা সময়টা মাতৃত্বকালীন। তাই তাকে এই সময়ের জন্য অভিনন্দন। প্রতিটি মেয়েই চায় একটি সুখী পরিবার, তার মুখের হাসি বলে দিচ্ছে তিনি ভালো আছেন। প্রিয় শখের জন্য শুভকামনা, ভালোবাসা।’ তবে ভাইরাল হওয়া এই ছবিটি নিয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি আনিকা কবির শখের। শখের স্বামীর নাম আতিকুর রহমান জন। তিনি পেশায় একজন ব্যবসায়ী। গাজীপুরের কালিয়াকৈরের বলিয়াদে গ্রামে স্বামীর বাড়িতেই অবস্থান করছেন শখ। তবে রাজধানীর উত্তরায়ও তাদের বাসা রয়েছে।