ব্রায়ান লারার রেকর্ড ভাঙ্গলেন না মুল্ডার

সুপ্রভাত স্পোর্টস ডেস্ক »

টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ব্রায়ান লারার রেকর্ডটি আরো একবার শঙ্কায় পড়েছিল! ক্যারিবিয়ান এই কিংবদন্তিকে টপকে যাওয়ার সুযোগ এসেছিল এবার উইয়েন মুল্ডারের সামনে। তবে প্রোটিয়া এই ব্যাটার হয়তোবা লারার সম্মানে রেকর্ড ভাঙার আগেই ইনিংস ঘোষণা করলেন! সোমবার দ্বিতীয় দিনে সবেমাত্র দ্বিতীয় দিনের এক সেশন শেষ হয়েছে। এমন সময় ইনিংস ঘোষণা করাটা অপ্রত্যাশিত ছিল। এমন সিদ্ধান্তে প্রোটিয়া অধিনায়ক নিজেই হাতছাড়া করলেন টেস্ট ইতিহাসের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলার সম্ভাবনা। ২৬৪ রান নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করে মুল্ডার। দিনের শুরু থেকেই ওয়ানডের মতো করে ব্যাটিং করেছেন। তাতে খুব বেশি সময় লাগেনি ট্রিপল সেঞ্চুরিতে পৌঁছাতে। সবমিলিয়ে মাত্র ২৯৭ বলে এই মাইলফলক ছুঁয়েছেন প্রোটিয়া অধিনায়ক। টেস্টে দ্বিতীয় দ্রুততম ট্রিপল সেঞ্চুরির মালিক এখন মুল্ডার। এই তালিকায় সবার উপরে আছেন বীরেন্দর শেবাগ। ভারতের সাবেক এই ব্যাটার ২০০৮ সালে চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৭৮ বলে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন। এই দুজন ছাড়া তিনশর কম বলে ট্রিপল সেঞ্চুরি করতে পারেননি আর কেউই। টেস্ট ইতিহাসে দ্রুততম ট্রিপল সেঞ্চুরিয়ানের তালিকায়ও দুই নম্বরে উঠে এসেছেন মুল্ডার। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার সাথে ২৭৮ বলে ট্রিপল করে বিশ্বরেকর্ড নিজের কাছে রেখেছেন ভারতের বীরেন্দ্রর শেবাগ। মুল্ডার করেছেন ২৯৭ বলে।
২৬৪ রান নিয়ে সোমবার টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করতে নামেন মুল্ডার। প্রথমে তিনি ভাঙেন গ্রায়েম স্মিথের রেকর্ড। ২০০৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে ২৭৭ রান করেছিলেন গ্রায়েম স্মিথ।