সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
ব্রাজিল জাতীয় দল কিংবা বয়সভিত্তিক যে কোনো ফুটবলে আর্জেন্টিনার কাছে এতবড় ব্যবধানে আর কখনো হারেনি। শুক্রবার রাতে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আর্জেন্টিনার কাছে ৬-০ ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হারলো ব্রাজিল দল। ব্রাজিল জাতীয় দল যতবারই আর্জেন্টিনার মুখোমুখি হয়েছে, এর মধ্যে দুটি ম্যাচের স্কোর ছিল ৬ গোলের। তবে একপাশে গোলসংখ্যা ৬ হলেও অন্যপাশেও গোল ছিল। একবার আর্জেন্টিনা ব্রাজিলের কাছে হেরেছিলো ৬-১ গোলের ব্যবধানে (১৯৪০ সালে)। অন্যবার ব্রাজিল হেরেছিলো ৬-২ গোলের ব্যবধানে (১৯৪৫ সালে)। তবে এবারই প্রথম ব্রাজিলের বয়সভিত্তিক দলটি ৬ গোল হজম করে একটি গোলও দিতে পারেনি। দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ৭১ বছরের ইতিহাসে শুক্রবার রাতের আগ পর্যন্ত ব্রাজিল কখনও তিন গোলের বেশি ব্যবধানেই হারেনি। চিলিতে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ। দক্ষিণ আমেরিকার এই চ্যাম্পিয়নশিপ থেকে শীর্ষ চার দল জায়গা করে নেবে ওই বয়সভিত্তিক বিশ্বকাপে। মোট ১০টি দল ‘এ’ ও ‘বি’ গ্রুপে ভাগ হয়ে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে লড়ছে।
প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিন দলকে নিয়ে মোট ছয় দলের রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা হবে। সেখান থেকে শীর্ষ চার দল জায়গা পাবে চিলিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে। ব্রাজিল পরের ম্যাচ খেলবে ২৬ জানুয়ারি কলম্বিয়ার বিরুদ্ধে। আর আর্জেন্টিনা খেলবে ইকুয়েডরের সাথে।