সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
অবিশ^াস্য, এবারের ব্যালন ডি’অরে তালিকায় স্থান হয়নি মেসি-রোনালদোর। একটা যুগ শেষ হয়ে গেছে যে, এটা তো সত্যি। মেসি-রোনালদোরা চিরকাল হয়তো ফুটবল বিশ্ব শাসন করবেন না। সেই বাস্তবতাই দেখা যাচ্ছে এবার। প্রায় ২১ বছর পর এই প্রথম ব্যালন ডি’অরের তালিকায় নাম নেই বিশ্বসেরা দুই ফুটবলার লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর। ৩০ জনের যে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে, ২০০৩ সালের পর এই প্রথম সে তালিকায় নাম নেই মেসি-রোনালদোর। রেকর্ড ৮ বার ব্যলন ডি’অর জয় করেছেন লিওনেল মেসি। তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো জয় করেছেন ৫টি ব্যালন ডি’অর। ৩০ জনের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে ফ্রেঞ্চ ফুটবল ম্যাগাজিন। তারাই ইউরোপে খেলা সেরা খেলোয়াড়কে ব্যালন ডি’অর পুরস্কারে ভূষিত করে। আগামী ২৮ অক্টোবর দেয়া হবে ব্যালন ডি অর পুরস্কার। তার আগে প্রকাশ করা হবে তিনজনের সংক্ষিপ্ত তালিকা।