সুপ্রভাত ডেস্ক »
একদিনের ব্যবধানে রুমা ও থানচিতে তিনটি ব্যাংকে ডাকাতি ও অর্থ লুটের ঘটনায় পাঁচটি মামলা করেছে পুলিশ।
শুক্রবার রাতে বান্দরবান জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রুমা থানায় দাযের করা তিনটি এবং থানচি থানায় দুটি মামলায় ‘কেএনএফ সন্ত্রাসীদের’ দায়ী করা হয়েছে।
২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইন, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলাগুলো দায়ের করা হযেছে।
এর আগে দুপুরে থানচি থানা পরিদর্শনে গিয়ে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ইন্টেলিজেন্স) সঞ্জয় সরকার ছয়টি মামলা দায়ের হওয়ার কথা বলেছিলেন। তবে রাতে সেই তথ্য সংশোধন করা হয়।
মঙ্গলবার রাতে এবং বুধবার দুপুরে বান্দরবানের রুমা এবং থানচি উপজেলার কৃষি ও সোনালী ব্যাংকের তিনটি শাখায় হামলা চালায় সশস্ত্র লোকজন।
তারা টাকা লুট করে, কর্মকর্তা-কর্মচারীদের মারধর করে, একজন ব্যাংক ব্যবস্থাপককে অপহরণ করে নিয়ে যায়। টাকার পাশাপাশি লুট করে বেশ কিছু অস্ত্র ও গুলি।
রুমায় সোনালী ব্যাংকে হামলা-ডাকাতি এবং ব্যবস্থাপক নেজাম উদ্দিনকে অপহরণের ঘটনাটি মঙ্গলবার রাতে প্রথম ভাগে ঘটলেও; থানচিতে কৃষি ও সোনালী ব্যাংকে হামলা হয়েছে বুধবার ভরদুপুরে।
দুটি ঘটনাতেই পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফ এর নাম এসেছে; যারা পাহাড়ে ‘বম পার্টি’ নামে পরিচিত।
এ নিয়ে দুই উপজেলার মানুষের ভয় আর আতঙ্কের মধ্যে বৃহস্পতিবার রাতে ব্যাপস্থাপক নেজাম উদ্দিনকে উদ্ধার করে র্যাব। তার কিছু পরেই থানচিতে ব্যাপক গোলাগুলি ঘটনা ঘটে।