ব্যাংকের সিনিয়র অফিসার পদে পদোন্নতিতে ডিপ্লোমা বাধ্যতামূলক

সুপ্রভাত ডেস্ক  »

আগামী ফেব্রুয়ারি থেকে ব্যাংকের সিনিয়র অফিসার বা সমমানের পদে যোগদান করা কর্মকর্তাদের পরবর্তী পদোন্নতির জন্য ডিপ্লোমা উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক সার্কুলার ইস্যু করে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের এ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এতে বলা হয়েছে, সিনিয়র অফিসার বা সমমানের পদ থেকে প্রথম পদোন্নতির জন্য ‘জুনিয়র অ্যাসোসিয়েট অব দ্য ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (জেএআইবিবি)’ ডিপ্লোমা উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

আর দ্বিতীয় পদোন্নতির জন্য প্রয়োজন হবে ‘অ্যাসোসিয়েট অব দ্য ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (এআইবিবি)’ ডিপ্লোমা।

প্রথম পর্বের ডিপ্লোমা ব্যাংকিং সম্পর্কিত মৌলিক জ্ঞান এবং দ্বিতীয় পর্বে উচ্চতর ব্যাংকিং দক্ষতা অর্জন বিষয়ক হবে।

এতে আরও বলা হয়েছে, ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সিনিয়র অফিসার বা সমমানের পদ থেকে ঊর্ধ্বতন পদে কর্মরতদের পদোন্নতির ক্ষেত্রে ব্যাংক বরাদ্দকৃত নম্বরের মধ্যে জেএআইবিবি এবং এআইবিবি ডিপ্লোমার জন্য মোট ১০ নম্বর যোগ করা হবে।

এছাড়া বাংলাদেশ ব্যাংক আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি হতে কোনও ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে অন্য কোনও ব্যাংকে উচ্চতর পদে নিয়োগের জন্য ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক করেছে।

তবে, সিনিয়র অফিসার বা সমমানের পদে ১৫ বছর অতিক্রান্ত কর্মকর্তারা এই পরীক্ষায় উত্তীর্ণ না হলেও পূর্ণ নম্বর পাবেন।

ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণের জন্য ব্যাংক আর্থিক প্রণোদনা প্রদান করতে হবে। জেএআইবিবি উত্তীর্ণের জন্য ন্যূনতম ৩৫ হাজার টাকা এবং এআইবিবি উত্তীর্ণের জন্য ন্যূনতম ৫০ হাজার টাকা প্রণোদনা দিতে হবে।