স্টেডিয়াম শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতির অভিষেক
ব্যবসায়ীরা দেশের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। দেশে চলমান করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধির কারণে ব্যবসায়ীরা বহুবিধ ক্ষতির সম্মুখীন হওয়ায় সরকার সহযোগিতার হাত সম্প্রসারণ করেছেন। সরকারের নিয়মনীতি মেনে চলে ব্যবসায়ীদের যার যার সাধ্যানুসারে ভ্যাট/ট্যাক্স প্রদান করে দেশের গতিশীল উন্নয়নে ব্যবসায়ীদের অংশীদার হতে হবে।
সমিতির সভাপতি হাজী মো. সাহাব উদ্দিন এর সভাপতিত্বে ও মো. শাহজাহন সিরাজ এর সঞ্চালনায় সি জে কে এস স্টেডিয়াম শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতির শপথ ও অভিষেক অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সি জে কে এস এর সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দীন (সি.আই.পি)।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.কে.এম এহসানুল হায়দার চৌধুরী (বাবুল), বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম শাখার সভাপতি সালেহ আহমদ সুলেমান, চট্টগ্রাম টাইলস সেনেটারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সামশুউদ্দিন, বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম শাখার সহ-সভাপতি নুরুল কবির, তামাকুমন্ডি লেইন বনিক সমিতির সভাপতি মো. আবু তালেব, স্টেডিয়াম শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতির উপদেষ্টা মো. ইসমাইল, মেজর (অব.) মাসুদুর রহমান, নির্বাচিত পরিষদ হতে সিনিয়র সহ-সভাপতি মো. মোখলেছুর রহমান, সহ-সভাপতি মো. ইকরামুল হক, জাফর উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম, সাধারণ সম্পাদক মো. ইরফান আলী ভূঁইয়া, যুগ্ম-সম্পাদক রকিবুল হাসান রকি, অর্থ সম্পাদক শাহ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মো. শাহজাহান সিরাজ, আইন বিষয়ক সম্পাদক মো. সিরাজুল ইসলাম প্রমুখ। বাংলাদেশ দোকান মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি হেলাল উদ্দীন সি.আই.পি সমিতির নির্বাচিত পরিষদকে শপথ বাক্য পাঠ করান। বিজ্ঞপ্তি