সংবাদদাতা, আনোয়ারা »
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেন, ঘরে ঘরে গিয়ে মানুষকে বুঝাতে হবে আওয়ামী লীগ জনবান্ধব সরকার। আওয়ামী লীগ সাধারণ মানুষের সরকার। প্রত্যেকে নিজেদের মধ্যে বিরোধ, মতানৈক্য মিটিয়ে ব্যক্তি স্বার্থের উর্ধ্বে উঠে দল বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে। এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার, ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধী শক্তিকে মোকাবেলা করার। যে জাতি এক সাগর রক্তের বিনিময়ে দেশের স্বাধীনতা এনেছে সে জাতি কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারে না।
গতকাল শনিবার উপজেলার কালাবিবির দিঘিস্থ চাইনা ইকোনমিক জোন রোডে আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী আরও বলেন, বিএনপি-জামায়াত তাদের শাসনামলে লুটপাট ছাড়া দেশের কোনো উন্নয়ন করতে পারেনি। তারা মানুষকে বহু মিথ্যাচার করে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়েছে। কিন্তু তারা টিকে থাকতে পারেনি। কেননা জনগণ তাদের মিথ্যাচার শুনে না, জনগণ স্বচক্ষে আওয়ামী লীগ সরকারের অধীনে দেশের উন্নয়নকাজ দেখেছে।
মন্ত্রী আনোয়ারার উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, যারা পাঁচ বছর আগে বিদেশে গেছেন তারা এখন এসে আনোয়ারাকে চিনতে পারবেন না। কারণ তারা যে সিঙ্গেল সড়ক দিয়ে বিমানবন্দর গিয়েছিলেন সেটা এখন ছয় লেনের মহাসড়কে উন্নীত হয়েছে।
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আলী আকবরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম জাফর ইকবাল তালুকদারের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, বিশেষ অতিথি ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপ-পাঠ ও বস্ত্রবিষয়ক সম্পাদক তারেক মাহমুদ চৌধুরী পাপ্পু, স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদ সদস্য আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদ এস এম আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ও লালখান বাজার ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য শামসুদ্দিন চৌধুরী, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সৈয়দ, ইউপি চেয়ারম্যানদের মধ্যে কলিম উদ্দিন, নোয়াব আলী, আমিন শরীফ, কাইয়ুম শাহ্ প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে মো. আলী আকবরকে পুনরায় সভাপতি এবং রিদুয়ানুল হক রহিমকে সাধারণ সম্পাদক করে আনোয়ারা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।