অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যেসব শিক্ষার্থী নিজেদের জীবন দিয়ে নতুন এক বাংলাদেশ উপহার দিয়েছে জাতি তাদের কখনো ভুলবেনা এবং তাদের পরিবারের ভরণপোষণের জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ২২ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসার আহত ও কারামুক্ত ছাত্রদের দেখতে ও তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করতে রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভীর সাথে সৌজন্য সাক্ষাত এবং হাদিয়ে যামান আল্লামা শাহ মুহাম্মদ আবদুল জব্বার (রাহ.) ও বাহরুল উলুম আল্লামা শাহ মুহাম্মদ কুতুবউদ্দিন (রাহ.) এর যেয়ারত শেষে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় উপরের কথাগুলো বলেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের জনপ্রশাসন কর্মকর্তা আবু বকর ছিদ্দিক, চট্টগ্রাম জেলা প্রশাসকের সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হোসাইন, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ-এর সাধারন সম্পাদক আলহাজ হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ, মজলিসুল উলামা বাংলাদেশ এর মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী, ড. জাহেদ হোসাইন, ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক বোরহান উদ্দিন মো.আবু আহসান, বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ-এর প্রচার ও প্রকাশানা সম্পাদক অধ্যাপক শাব্বির আহমদ, উপ-দপ্তর সম্পাদক অধ্যাপক জামাল উদ্দিন, নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম শাকিল, কাজী নুরুল হুদা, মজলিসুল ওলামার সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা শিহাব উদ্দিন, অর্থ সম্পাদক হাফেজ মুফিজ উদ্দিন, সমন্বয়ক মাওলানা আলমগীর ছিদ্দিকী, আনজুমনে নওজোয়ানের সভাপতি কাজী আবদুল হান্নান জিলানী, আনজুমনে নওজোয়ান বায়তুশ শরফের আদর্শ কামিল মাদ্রাসা শাখার সভাপতি আবদুল ওয়াহিদ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি