সুপ্রভাত ডেস্ক »
বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ২১ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। প্রবাসী আয় (রেমিট্যান্স) ও বৈদেশিক মুদ্রার সঞ্চয়ের ওপর ভর করে বেড়েছে এই রিজার্ভ। গতকাল রোববার (২৯ ডিসেম্বর) রাতে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
আইএমএফের তথ্য হিসাব অনুযায়ী, দেশে এখন রিজার্ভ বিপিএম৬ হিসেবে দুই হাজার ১৩৩ কোটি ৫০ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। তবে, ব্যয়যোগ্য রিজার্ভ এক হাজার ৬০০ কোটি ডলারের ঘরে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের হিসাবে, দেশে মোট রিজার্ভ দুই হাজার ৬০৯ কোটি ৯৯ লাখ ৭০ হাজার ডলার।
রিজার্ভ বিপিএম৬ অনুসারে ২১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসনে আরা শিখা বলেন, রিজার্ভ একবার কমবে, একবার বাড়বে। এটাই স্বভাবিক প্রক্রিয়া। তবে, এখন প্রবাসী আয়ের প্রবাহ ইতিবাচক