বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) চট্টগ্রাম জেলা ও মহানগর শাখা আয়োজিত আলোচনা সভা ও শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বলেছেন, বেসরকারি শিক্ষাব্যবস্থা জাতীয়করণের লক্ষে বর্তমান সরকার প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকারি-বেসরকারি শিক্ষকদের মধ্যে বেতন ভাতার ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য নিরসনের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, বেসরকারি কলেজ শিক্ষকরা অবহেলিত ও বঞ্চিত। সরকারের সক্ষমতার সঙ্গে সঙ্গে বেসরকারি শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হচ্ছে। তিনি অচিরেই বেসরকারি কলেজ শিক্ষকদের এমপিও নীতিমালা ও জনবল কাঠামোকে যুগোপযোগী করে কলেজগুলোতে প্রতিযোগিতার মাধ্যমে অধ্যক্ষ, উপাধ্যক্ষ নিয়োগ সমস্যার সমাধানের চেষ্টা চলছে।
অনুষ্ঠানের গেস্ট অব অনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেন, দেশ এগিয়ে যায় গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান উদ্ভাবন এবং আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যাপক ব্যবহার করে। জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য সেই সুযোগ করে দিয়েছে। পাশাপাশি গুণগত মানের বই প্রকাশনার জন্য শিক্ষকদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি উল্লেখ করেন ২০২৩-২০২৪ সালের শিক্ষাক্রমে আমূল পরিবর্তন আনা হয়েছে যাতে বৈশ্বিক শ্রম বাজারের চাহিদা মিটাতে সক্ষম হয়।
গতকাল দুপুরে বাকশিস চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যক্ষ দবির উদ্দিন খান এর সভাপতিত্বে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত সভায় চারজন খ্যাতিমান শিক্ষককে বিশেষ সন্মাননা এবং ১৫ জন অবসরপ্রাপ্ত গুণী শিক্ষককে সংবর্ধিত করা হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ সন্মাননা প্রাপ্ত অধ্যাপক দিদারুল ইসলাম, অধ্যাপক ও কবি ফাউজুল কবির, অধ্যাপক মো. আবু তাহের চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যক্ষ সমীর কান্তি দাশ, অধ্যাপক আবু জাফর সিদ্দিকী, অধ্যক্ষ আ. ন.ম সরওয়ার আলম, অধ্যক্ষ জসিম উদ্দিন, অধ্যক্ষ আবু তৈয়ব, অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার প্রমুখ। অধ্যাপক কাজী মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের ডিজিটাল সম্প্রচার করেন অধ্যাপক ইমরান মাহমুদ।
সংবর্ধিত ১৫ জন গুনী শিক্ষকগণ হলেন অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, অধ্যক্ষ আবুল খায়ের, অধ্যক্ষ তহুরীন সবুর, অধ্যক্ষ মোস্তফা কামাল, উপাধ্যক্ষ মকছুদুর রহমান চৌধুরী, অধ্যাপক সুকুমার দত্ত, অধ্যাপক কানু দে, অধ্যক্ষ নুরুল আলম, অধ্যাপক, হুমায়ুন কবির চৌধুরী, উপাধ্যক্ষ সৈয়দ উদ্দিন আহমেদ, অধ্যাপক কামরুল আনোয়ার চৌধুরী, অধ্যাপক লুৎফুল কিবরিয়া, অধ্যাপক দেবাশীষ ধর, অধ্যাপক স্বপন কুমার নাথ, অধ্যাপক রতন কুমার দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি